শুক্রবার, ১১ জুন, ২০২১, ১০:০৭:২৯

পবিত্র কাবা শরিফের ইমাম শায়খ আল সুদাইস

পবিত্র কাবা শরিফের ইমাম শায়খ আল সুদাইস

পবিত্র কুরআন মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকট অবতীর্ণ হয় পবিত্র কুরআন। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কুরআন পড়া উচিৎ। যুগ যুগ ধরে বহু মানুষ কোরআনের সেবা করে যাচ্ছেন।

জানা যায়, পবত্রি মসজিদুল হারামে প্রায় চার দশক যাবত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় তিনি বিশ্বব্যাপী সমাদৃত।

এদিকে একটি ভিডিওতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের ইমাম শায়খ আল সুদাইসকে তাঁর মতো সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মসজিদের একজন কর্মচারী। আল সুদাইসের মতো সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় উপস্থিত সবাই মুগ্ধ হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে