শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০৯:৫২:৩৮

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় কিশোররা পুরস্কার পেল বাইসাইকেল, ফ্যান ও জায়নামাজ

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় কিশোররা পুরস্কার পেল বাইসাইকেল, ফ্যান ও জায়নামাজ

এক প্রশংসনীয় উদ্যোগ আনোয়ারা উপজেলার একটি মসজিদ কমিটির। একটানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় সাত কিশোর পুরস্কৃত করেছে এই মসজিদ কমিটি। পুরস্কার হিসেবে কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা। এছাড়াও ১৪ শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ ও ফ্যান প্রদান করেছেন তারা।

এমন অভিনব কর্মসূচি পালন করেছে উপজেলার শিলাইগড়া (ঝ.বা.শি) হযরত আবু বক্কর সিদ্দিক (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটি। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার জুমার নামাজের পর ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, ১৩ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ২১ জন শিশু-কিশোর অংশ নেয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মুহাম্মদ নুরুল হুদা মনসুরী এফ সি এ। মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও খোরশেদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, ব্যাংকার মুহাম্মদ সিরাজুল ইসলাম, উদ্বোধক ছিলেন মওলানা মুহাম্মদ মফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাবেক সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে