সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২:২৫:১৪

বাংলাদেশিরা আগামী বছর হজে যেতে পারবেন

বাংলাদেশিরা আগামী বছর হজে যেতে পারবেন

করোনা মহামারির কারণে গত দুই বছর হজে যেতে পারেন নি বাংলাদেশের মুসলমানরা। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই পরিস্থিতির অবসান হতে চলেছে। গত ৯ আগস্ট থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মুসলমানরা পবিত্র ওমরাহ পালন করছেন। আর সার্বিক পরিস্থিতি অনুকূলে আসার প্রেক্ষাপটে আগামী বছর পবিত্র হজে যেতে পারবেন বাংলাদেশিরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পূর্বের প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিগণ ক্রম অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষে হজের অনেক কার্যক্রমের প্রস্তুতি এখন থেকেই শুরু করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে