বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ২০২১, ০৯:০৯:২৫

যেভাবে চলন্ত গাড়িতে বসে শুদ্ধভাবে নামায আদায় করবেন

যেভাবে চলন্ত গাড়িতে বসে শুদ্ধভাবে নামায আদায় করবেন

চলন্ত বাসে যদি বাস থামিয়ে নামায পড়ার সুযোগ না থাকে, তাহলে কিভাবে নামায আদায় করবো? নাকি কাযা করবো? দয়া করে বিস্তারিত জানালে ভালো হতো।

উত্তর: যদি বাস থামে, তাহলে বাস থেকে নেমে নামায আদায় করবে। আর যদি না থামে, তাহলে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নামায আদায় করবে। যদি দাঁড়িয়ে নামায পড়া সম্ভব না হয়, তাহলে হেলান দিয়ে নামায আদায় করবে।

যদি কেবলামুখী হয়ে রুকু সেজদা করে নামায আদায় করা না যায়, তাহলে নামায ইশারায় আদায় করবে। তবে কিবলামুখী হওয়া এবং কিয়াম ও রুকু সেজদা না করা না যায়, তাহলে যেভাবেই হোক ইশারায় নামায পড়ে নিবে। কিন্তু পরবর্তীতে উক্ত নামায পুনরায় পড়া আবশ্যক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে