সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩২:১৩

জাপানি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ

জাপানি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ

ইসলাম ডেস্ক : জাপানি ভাষায় পবিত্র কোরআন অনুবাদের পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী টোকিও গ্র্যান্ড মসজিদের তুর্কি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন তুরস্কের ধর্মবিষয়ক প্রধান ড. আলি ইরবাশ। কর্মশালায় দেওয়া বক্তব্যে তিনি কোরআনের অনুবাদ প্রকল্পে তুর্কি অবদানের কথা তুলে ধরেন।

ড. আলি ইরবাশ বলেন, দীর্ঘকাল ধরে পবিত্র কোরআনের বাণী বিশ্বের আনাচে-কানাচে পৌঁছে দিতে মুসলিমরা অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৪০টি ভাষায় পবিত্র কোরআন অনুবাদ কার্যক্রমে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর তত্ত্বাবধান করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাপানি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহত্তর পরিসরে অনুবাদের কপিগুলো পৌঁছে দিতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে