মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০, ১২:১৯:৫৮

জামালপুরে দুই মাথাওয়ালা মহিষশাবকের জন্ম

জামালপুরে দুই মাথাওয়ালা মহিষশাবকের জন্ম

দেওয়াানগঞ্জ (জামালপুর): জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামে এক গর্ভবতী মহিষ দুই মাথাবিশিষ্ট এক বাচ্চা প্রসব করেছে বলে জানা গেছে। আজ ৪ আগস্ট সকাল ৮টার দিকে সাবেক মেম্বার বাদশা মন্ডলের বাড়ির কাছের ফুলচান মন্ডলের নিজের পালের এক মহিষ এ দুই মাথাওয়ালা বাচ্চা প্রসব করে। 

ঘটনাটি জানাজানি হলে আশপাশের শতশত লোক এসে ফুলচান মণ্ডলের বাড়িতে ভিড় জমায়। সাবেক মেম্বার বাদশা মণ্ডল বলেন আজ সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। মহিষের বাচ্চাটির দুটি মাথা থাকায় ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে। তবে বাচ্চাটি কিছুক্ষণ পরেই মা'রা যায়। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক বাচ্চার মতোই ছিল। তবে মহিষের বাচ্চাটির ৪টি চোখ, দুটি মুখ, দুটি মাথা, চারটি কান নিয়ে জন্মে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে