শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১২:০৫:৪০

জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ

জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আঞ্জুয়ারা নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় অবস্থিত এপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়।

প্রসূতি আঞ্জুয়ারা জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী। বাবু পেশায় একজন কাঠমিস্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, আট বছর আগে বাবু ও আঞ্জুয়ারার বিয়ে হয়। বিয়ের দীর্ঘদিন পর আঞ্জুয়ারা গর্ভধারণ করেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি মেয়ে সন্তানের জন্ম দেন। মুহূর্তেই এ খবর জেলার প্রতিটি স্থানে ছড়িয়ে পড়ে।

এদিকে নবজাতকদের ওজন কম হওয়ায় প্রসবের পরপরই জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মা ও শিশুদের সবাই সুস্থ রয়েছেন।

আঞ্জুয়ারা বেগমের স্বামী বাবু জানান, দুই দিন আগে তার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত হন তার স্ত্রীর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে আজ তার সিজার করা হয়।

চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না জানিয়ে বাবু বলেন, আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো। একসঙ্গে চার সন্তানের জন্মে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

এ বিষয়ে গাইনি সার্জন ডা. খায়রুল বাশার পলাশ বলেন, ‘আঞ্জুয়ারা তাদের তত্ত্বাবধানে ছিলেন না। দুই দিন আগে তিনি এ হাসপাতালে ভর্তি হন। তার গর্ভে বাচ্চাদের পজিশন ঠিক ছিল না। তাই সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ সন্ধ্যায় অস্ত্রোপচার করা হলে চারটি মেয়ে সন্তানের জন্ম হয়।’

তিনি আরও বলেন, ‘আঞ্জুয়ারা বেগম ও তার চারটি সন্তানই সুস্থ আছে। যেহেতু বাচ্চাগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ওজনের, তাই তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে