রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৯:০০

আমের আঁটিও চুষে খেয়ে ফেলেছে সরকার : এরশাদ

আমের আঁটিও চুষে খেয়ে ফেলেছে সরকার : এরশাদ

জামালপুর প্রতিনিধি : পুলিশ দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।  তিনি বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আমসহ আঁটি চুষে খেয়ে ফেলেছে।  দেশে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে।  

রোববার দুপুরে জামালপুর পাবলিক হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আজ দেশের মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না।  অভিভাবকরা তাদের মেয়েদের বাল্যবিয়ে দিচ্ছে।  কারণ দেশে সুশাসনের অভাব।  জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুশাসন ফিরিয়ে আনবে।  শান্তিতে ঘুমাতে পারবে মাসুষ।

তিনি বলেন, জাতীয় পার্টি জেগে উঠেছে।  নতুন প্রাণের সঞ্চার হয়েছে।  একটু অপেক্ষা করুন, সুদিন আসছে।  আগামী জাতীয় নির্বাচনে আমরা ১৫১ আসন নিয়ে ক্ষমতায় যেতে চাই।

এরশাদ বলেন, ২৫ বছর আগে ক্ষমতা ছেড়েছি।  কিন্তু জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে যায়নি।  জাতীয় পার্টি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে।  যারা জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র করেছে তারা আজ কোথায়? তাদের ঠিকানা আজ নেই।  জাতীয় পার্টি থাকবে।  জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, কেন্দ্রীয় নেতা তরুণ বসু, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা, অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সমাম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।

সম্মেলন শেষে হুসেইন মোহাম্মদ এরশাদ জামালপুর জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন।  নতুন কমিটিতে সভাপতি হিসেবে সাবেক মন্ত্রী এম এ সাত্তার, সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল এহসান এবং সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে