ঢাকা : ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। রাজধানীর অন্তত তিনটি সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা।
আগের দিন রামপুরায় পুলিশি হামলার শিকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মেরুল বাড্ডার প্রগতি সরণীর দুই পাশ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে।
পরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান ১ নম্বর সার্কেল থেকে মহাখালীগামী রাস্তা আটকে দেয়। এই তিন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো রাজধানীতে যানজট দেখা দিয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ