বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২০:৫২

‘আমার বাবা এটিএম বুথ নয়’

 ‘আমার বাবা এটিএম বুথ নয়’

ঢাকা : ‌‘জলকামান এনে হবে না, ড্রাগন নিয়ে আসো, আমার বাবা কোনো এটিএম বুথ নয়’ এভাবেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সেসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরকারের প্রতি ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় তারা।

শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।  তবে অ্যামুলেন্স, শিশুদের স্কুল ভ্যান এবং সাংবাদিকদের যানবাহন অবরোধমুক্ত রেখেছেন তারা।

এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর রামপুরা, কুড়িল, বিশ্বরোড, শান্তিনগর মোড় ধানমণ্ডি, আসাদগেট, কলাবাগানসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।  কিছু এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল।

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার।  যতদিন পর্যন্ত সরকার ভ্যাট প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলবে।  এমন হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে