বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৫:৩১:৪১

‌‘নির্বাচন করবে কমিশন, নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি’

 ‌‘নির্বাচন করবে কমিশন, নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি’

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিয়োগ দিতে শিক্ষক নির্বাচনে একক ক্ষমতা থাকছে না ম্যানেজিং কমিটির।  ‘বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি)’ গঠিত হলে নিয়োগ দিতে শিক্ষক নির্বাচনের ক্ষমতা আর থাকছে না ম্যানেজিং কমিটির।

বুধবার সচিবালয়ে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’ সংশোধন বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা জানান।  আগামী এক মাসের মধ্যে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন হবে স্বাধীন ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।  মাঠপর্যায় থেকে শিক্ষকের চাহিদা নিয়ে শিক্ষক নির্বাচন করবে কমিশন।  ম্যানেজিং কমিটি শিক্ষকদের নিয়োগ দেবে।

কমিশন গঠন করা হলে বর্তমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করা হবে বলেও জানান মন্ত্রী।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে