বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৭:৫৯:০৮

প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চান অভিভাবকরা

প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চান অভিভাবকরা

নিউজ ডেস্ক : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আন্দোলনের আজ ২৬তম দিন।  পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।  রাতেও শহীদ মিনারে থাকব।

এদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনি পাঁচ মিনিটের জন্য হলেও আমাদের কথা শুনুন।  প্রশ্ন ফাঁসের প্রমাণগুলো দেখুন।  এরপর সঠিক তদন্ত কমিটি গঠন করে সুরাহা করুন।

অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, এ দেশের ছাত্রসমাজ যা চায় তা করেই ছাড়ে।  আপনি ছাত্রদের ক্ষেপাবেন না।  প্রমাণগুলো দেখে সুরাহা করুন।

এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

শিক্ষার্থীদের বুধবারের আন্দোলনে সংহতি প্রকাশ করেন প্রকৌশলী ম ইনামুল হক, জাতীয় প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার, বিজ্ঞান চর্চা কেন্দ্রের ডা. জয় দেব ভট্টাচার্যসহ অনেকেই।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে