বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১২:৪৮:১৫

বিশ্বের শীর্ষ দুই ব্র্যান্ড কর্তার ঢাকা সফর বাতিল

বিশ্বের শীর্ষ দুই  ব্র্যান্ড কর্তার ঢাকা সফর বাতিল

নিউজ ডেস্ক : দু্ই বিদেশি নাগরিক খুনের পর বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক বিক্রেতা এইচঅ্যান্ডএম ইনডিটেক্স এবং গ্যাপের নির্বাহীদের চলতি মাসে ঢাকা সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এ শিল্পের সংশ্লিষ্টরা।

এতে বাংলাদেশের ২৫০০ কোটি ডলারের পোশাক রপ্তানি খাত নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

তবে বিশ্বের শীর্ষ এসব ব্র্যান্ডের কাছে বাংলাদেশে রপ্তানিকারকরা বলছেন, বছরের শেষে বড়দিনের আগ পর্যন্ত তারা রপ্তানি আদেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন না।

দুই বিদেশি খুনের পর, যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, এ শিল্পের ওপর চাপ বেড়েছে। অন্যান্য নিম্ন বেতনের দেশের কাছ থেকে প্রতিযোগিতা এবং সম্প্রতিক কয়েকটি বড় দুর্ঘটনার পর বাংলাদেশের প্রধান রপ্তানি খাতটি এমনিতেই চাপে ছিল।

কয়েক দিনের ব্যবধানে ঢাকা ও রংপুরে যথাক্রমে এক ইতালীয় এবং এক জাপনি নাগরিক খুনের পর যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের কূটনীতিকদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। যুক্তরাজ্য আরো হামলার সতর্কতা জারি করেছে আর অস্ট্রেলীয় ক্রিকেট দলের সফর বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সরকার খুনের জন্য আইএসের দায় স্বীকারের দাবি নাকচ করে দিয়েছে এবং এজন্য বিরোধী দলকে দায়ী করেছে। তবে চার ব্লগার খুনের পর দুই বিদেশি খুনের ঘটনায় বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘পাঁচ দিনের মধ্যে দুই বিদেশি খুনের পর আমাদের পশ্চিমা ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ভরা মৌসুমে যখন তাদের আরো ক্রয়-আদেশ দেয়ার কথা সে সময় কিছু ক্রেতা সফর বাতিল করেছেন।’

সিয়ার্স, লোবলজ এবং পেরি এলিসের মত ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী শহীদুল্লাহ আজিম বলেন, তার একজন ক্রেতা বাংলাদেশে আসার বদলে তাকে পোশাকের স্যাম্পল (নমুনা) নিয়ে দুবাই যেতে বলেছেন।

অন্যান্য বিদেশি বিজনেস এক্সিকিউটিভরা বাংলাদেশি কাউন্টারপার্টদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন এবং বলেছেন তাদের সরকার ভ্রমণ সতর্কতা জারি করায় তারা ঢাকা সফর করতে পারছেন না।

‘আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা যথোপযুক্ত নিরাপত্তা পদক্ষেপ নিচ্ছি। এ পরিস্থিতি নিয়ে আমরা অন্যান্য ব্র্যান্ডের সাথেও গভীর সংলাপ করছি,’ বলছিলেন এইচঅ্যান্ডএমের মুখপাত্র আনা এরিকসন।

তবে মার্কস অ্যান্ড স্পেন্সার বলেছে  কয়েক সপ্তাহ আগে তারা সাতদিনের জন্য বাংলাদেশ সফর স্থগিত করলেও পরে আবার সফল চালু করেছে এবং তাদের ব্যবসায়ের ওপর এর কোনো প্রভাব পড়েনি।

সফর পরিকল্পনা পরিবর্তন নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় গ্যাপ। টেসকো বলেছে,  তারা বাংলাদেশে ব্যবসায়িক সফর বাতিল করেনি তবে তাদের কর্মীদের সদাসতর্ক এবং তাদের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকতে বলেছে।

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি তৈরি পোশাক রপ্তানি শিল্প। এ খাতের ৪০ লাখের মত লোক কর্মরত, যাদের বেশিরভাগই নারী।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভিয়েতনাম, কম্বোডিয়া এবং মিয়ানমারের কাছ থেকে প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। তবে বাংলাদেশের বেতন এখনো সবার কম।
সূত্র: রয়টার্স
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে