শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১২:৪৮:০০

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা : ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক লোকের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতের শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রয়টার্সসহ বিশ্ব গণমাধ্যগুলো জানিয়েছে, শুক্রবার ফ্রান্সের রাজধানীর প্যারিসে একটি কনসার্ট হল, স্টেডিয়ামসহ অন্তত ছয়টি স্থানে হামলা হয়। এর মধ্যে প্যারিস সিটি হলে একটি কনসার্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শতাধিক। আরও পাঁচটি স্থানে বোমা ও গুলিতে মারা যান আরও ৪০ জনের মতো। প্যারিস হামলায় দেশটির সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম প্যারিসে জরুরি অবস্থা জারি করা হল। এদিকে প্যারিসে পুলিশকে সহায়তার জন্য প্রায় দেড় হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বনেতারা। ১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে