শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৫:৫০:৩২

‘সিদ্ধান্ত থেকে সরে আসুন’

 ‘সিদ্ধান্ত থেকে সরে আসুন’

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর তথ্য বিশ্বাসযোগ্য নয়। এরপরও যদি সরকার মাজার সরিয়ে ফেলে তা হবে সংসদীয় রাজনীতির পরিসমাপ্তি। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে তরুণ দলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। এসময় তরুণ দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, জিয়া শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নয়, তিনি একজন মুক্তিযোদ্ধা। জিয়ার মাজার সরানো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা অরাজনৈতিক কর্মকাণ্ড। মাজার সরানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার পাশাপাশি দেশের জাতীয় সংকট উত্তরণে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। নোমান বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্রে বিশ্বাসও করে না। অথচ সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে