রবিবার, ১৩ মে, ২০১৮, ০৯:৩৬:৩৩

বসানো হলো পদ্মা সেতুর চতুর্থ স্প্যান, দৃশ্যমান হলো অর্ধ কিলোমিটারের বেশি

বসানো হলো পদ্মা সেতুর চতুর্থ স্প্যান, দৃশ্যমান হলো অর্ধ কিলোমিটারের বেশি

নিউজ ডেস্ক : পদ্মা সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর বসানো হলো, সেতুর চতুর্থ স্প্যান। দৃশ্যমান হলো অর্ধ কিলোমিটারেরও বেশি। দ্রুত গতিতে এগিয়ে চলা স্বপ্নের পদ্মা সেতু।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেড়শ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার একশ চল্লিশ টন ওজনের স্প্যানটি প্রায় ছয় কিলোমিটার বহন করে এরই মধ্যে নেয়া হয়েছে জাজিরা প্রান্তে।

স্প্যানটি সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারে বসানো হলো। এর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর দেড় কিলোমিটারের বেশি। সবশেষ গত ১১ মার্চ বসানো হয় সেতুর তৃতীয় স্প্যান।

এর আগে গত বছরের ৩০শে সেপ্টেম্বর প্রথম ও এ বছরের ২৮ জানুয়ারি বসানো হয় দ্বিতীয় স্প্যান। ২০১৯ সালে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। 
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে