বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ১০:৪৪:১২

ছবি যখন কথা বলে!

ছবি যখন কথা বলে!

নিউজ ডেস্ক: ছবিটি বলে দিচ্ছে অনেক আবেগের কথা। লুকিয়ে রাখা অনেক কষ্টের জাল বুনে রেখেছে এই ছবিটি। পবিত্র ঈদুল ফিতরের আগমুহূর্তে যা ফেসবুকে ভাইরাল। অসংখ্য উজ্জ্বল আলোয় আলোকিত একটি শোরুম। বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি জামাকাপড় পাঞ্জাবী থরে থরে সাজানো আছে। তার সামনে দাঁড়ানো একজন ট্রাফিক পুলিশ। দোকানের নাম, স্থান, কাল কিংবা পাত্রের পরিচয় কিছুই বোঝার উপায় নেই।

কাঁচঘেরা দোকানটির দিকে অনেকটা অসহায় ভঙিতে তাকিয়ে থাকা ছাতা হাতে সেই ট্রাফিক পুলিশের ছবি শেয়ার দিয়ে বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি সানি সানোয়ার লিখেছেন, ‘ছবি নয়, ছোট একটি গল্প’। গল্পটি কি সত্যিই ছোট? বলুন তো এই ট্রাফিক পুলিশ বেতন পান কত? ঈদের মুহূর্তে সেই বেতন আর বোনাসের বেশিরভাগ চলে যায় পরিবারের সদ্যস্যদের পেছনে। হয়তো ঈদে তার ছুটিও নেই। সবাই যখন আনন্দ করবে, তিনি তখন ব্যস্ত থাকবেন রাস্তা সামলে রাখতে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে