শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ০৯:২৮:৪৭

বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'তিতলি'!

বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'তিতলি'!

নিউজ ডেস্ক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের উড়িষ্যার স্থলভাগে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। এটি ভারী বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে হতে বাংলাদেশের স্থলভাগের দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের হতে পারে। একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ৫৮ মিলিমিটার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘তিতলি’। প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, মারা গেছে ৮ জন।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘তিতলি’ দুর্বল হয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরও দুর্বল হয়েছে আগামী ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের থেকে বলা হয়েছে, উড়িষ্যার গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে