বুধবার, ০৭ নভেম্বর, ২০১৮, ১২:৩৭:১১

প্রধানমন্ত্রীর সাথে ঐক্যফ্রন্টের সংলাপ চলছে

প্রধানমন্ত্রীর সাথে ঐক্যফ্রন্টের সংলাপ চলছে

নিউজ ডেস্ক: ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের মধ্যে বুধবার সকালে দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সকাল ১১টায় এ সংলাপ শুরু হয়।

দ্বিতীয় দফা এ সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ১১ জন ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১১ জন নেতা অংশ নিয়েছেন।

গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম জানান, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংলাপে অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল হক, দীপু মনি ও শ ম রেজাউল করিম।

এছাড়া শরিকদের মধ্যে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে পৌছে লবি হয়ে ব্যাংকোয়েট হলে নির্ধারিত আসনে বসেন। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকোয়েট হলে প্রবেশ করলে আলোচনা শুরু হয়।

এর আগে গত ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন। আজ বুধবার দ্বিতীয় দফায় আবারও সংলাপে বসেছেন নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে