বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮, ০৫:৫৮:৫৭

শেখ হাসিনা বিশ্বের বাদশা হলেও কোনো গৌরব পাবেন না: কাদের সিদ্দিকী

শেখ হাসিনা বিশ্বের বাদশা হলেও কোনো গৌরব পাবেন না: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেও দেশের মানুষ যদি বলে—আমি ভোট দিতে পারি নাই, তাহলে শেখ হাসিনা সারা বিশ্বের বাদশা হতে পারেন, কিন্তু ইতিহাসের পাতায় তিনি কোনও গৌরব পাবেন না।

সম্প্রতি বাংলা ট্রিবিউন-এর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া, বিশ্বাসযোগ্য করা সবার চেয়ে বেশি প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ, তিনি এই বিশ্বের শ্রেষ্ঠতম মহিলা স্বৈরাচার—এই উপাধি ধারণ করবেন, নাকি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে দোষে-গুণে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা, যিনি মানুষকে ভালোবাসেন, এটা প্রমাণ করবেন। যদি তা করতে হয়, নির্বাচন না হলেও যদি মানুষ বলে যে, আমি ভোট দিয়েছি, তাহলে তিনি এই দেশে স্মরণীয় হয়ে থাকবেন। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেও দেশের মানুষ যদি বলে—আমি ভোট দিতে পারি নাই, তাহলে উনি সারা বিশ্বের বাদশা হতে পারেন, কিন্তু ইতিহাসের পাতায় তিনি কোনও গৌরব পাবেন না।

নির্বাচনে অংশ নেবার ব্যাপারে কাদের সিদ্দিকী বলেন, সরকার চায় না আমি ভোটে দাঁড়াই। যদি সরকার আমার ভোটে দাঁড়ানোর পথে বাধা সৃষ্টি না করতো, আমি ১০ বছর ধরে আমাদের অতি সামান্য টাকা একবারেই ব্যাংকে দিয়ে দিতে চেয়েছি, সেটা গ্রহণ না করে একবার পুনঃতফসিলের কথা বলে, আবার ডিক্লাসিফাই না করে ক্লাসিফায়েড করেছে। এটা নিয়ে কারও কাছে কান্নাকাটি করতে পারবো না। নিয়ম মতো যদি ভোটে দাঁড়াবার যোগ্যতা থাকে, তাহলে দাঁড়াবো। আর যদি আইনের চোখে না থাকে, তাহলে ভোটে দাঁড়াবো না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে