বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮, ০৬:০৯:৪৪

আগামী শনিবার চালু হচ্ছে ঢাকা-পঞ্চগড় সরাসরি ট্রেন

আগামী শনিবার চালু হচ্ছে ঢাকা-পঞ্চগড় সরাসরি ট্রেন

নিউজ ডেস্ক: আগামী ১০ নভেম্বর শনিবার ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির ফলে এ ট্রেন চালু হলো। দ্রুতযান এবং একতা ট্রেনদুটি আগে দিনাজপুর পর্যন্ত থাকলেও এবার তা পঞ্চগড় যাবে।

নতুন সময়সূচিতে ট্রেনদুটিতে কোনো সাপ্তাহিক বন্ধের দিন থাকবে না। দুটি পূর্ণাঙ্গ ট্রেন (রেক) ছাড়াও একটি অতিরিক্ত ট্রেন থাকবে এ রুটের জন্য। ফলে একটি ট্রেন গন্তব্যে না পৌঁছালেও অপর ট্রেনটি সঠিক সময়ে রওনা দেবে।
 
ট্রেনদুটি পঞ্চগড়-দিনাজপুরের মধ্যে নতুন সময়সূচি অনুযায়ী এবং দিনাজপুর-ঢাকার মধ্যে পুরনো সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এর ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটের শাটল ট্রেন বন্ধ হয়ে যাবে।
 
এর আগে ঢাকা-দিনাজপুর রুটের দ্রুতযান এবং একতা ট্রেন চলাচল করলেও দিনাজপুর-পঞ্চগড় রুটের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে এবার সে সমস্যা দূর হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে