বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮, ১০:২৩:২৪

'আপনি কখনোই জানেন না যে আমি ১৬ তারিখে কি অবস্থায় থাকব'

'আপনি কখনোই জানেন না যে আমি ১৬ তারিখে কি অবস্থায় থাকব'

স্পোর্টস ডেস্ক:  ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ হস্পতিবার একাডেমী মাঠে স্পিন ও ডক স্টিকের বিপক্ষে ৪০ মিনিট ব্যাট করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ফেরার লক্ষ্য তামিমের।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এটি নির্ভর করে কিছু বিষয়ের ওপর। সাধারণত আপনি দেখবেন যেকোন ক্রিকেটার ইনজুরি থেকে এসে টেস্ট সিরিজের আগে একটি ম্যাচ খেলতে চায়। সত্যি কথা বলতে কি আমি দ্বিতীয় টেস্ট (জিম্বাবুয়ের বিপক্ষে) খেলতে সর্বদাই চাই। আজ থেকে তিন-চার সপ্তাহ আগেও আমি এটাই আমার লক্ষ্য ছিল। কারণ আমি চাচ্ছিলাম একটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেতে। আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বেশ কঠিন হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে না খেলতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ রয়েছে তামিমের। তবে তিনি সেই প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নন।

তিনি বলেন, ‘তবে প্রস্তুতি ম্যাচের বিষয়টি এমনভাবে আসে যে একজন আমি নিজে প্রস্তুতি ম্যাচের প্রতি বেশি আস্থা রাখি না। আমি বিশ্বাস করি আমার প্রস্তুতির বিষয়ে যেটি আমি নিয়ে থাকি। এখনই আমাকে ছিটকে দেয়া ঠিক হবে না। কারণ আপনি কখনোই জানেন না যে আমি ১৬ তারিখে কি অবস্থায় থাকব।’

তিনি আরো বলেন, ‘ঐ সময়ে যদি আমার কাছে মনে হয় যে ম্যাচটি খেলা আমার দরকার আমি অবশ্যই খেলব। আর যদি আমার কাছে মনে হয় যে আমাকে অনেকদূর যেতে হবে এবং আমি সঠিক অবস্থায় নেই তাহলে সম্ভবত আমি খেলব না। এটি পুরোপুরি নির্ভর করছে যে আমি ১৬-১৭ তারিখ কি অবস্থায় থাকব তার ওপর।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে