সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ১১:৪০:২৭

শেষ পর্যন্ত যে প্রতীকে নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট

শেষ পর্যন্ত যে প্রতীকে নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক: গতকাল রবিবার দুপুরে ২০ দলীয় জোট গুলশান বিএনপি চেয়পরপার্সনের রাজনৈতিক কাযালয় থেকে আর ঐক্যফ্রন্ট থেকে ঘোষণা দেওয়া হয় উভয় জোট অভিন্ন প্রতীক অর্থাৎ ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে সম্মত বলেও জোটের নেতারা জানিয়েছেন।

তাছাড়া ২০ দল আর ঐক্যফ্রন্টের ঘোষণাপত্র ছিলো প্রায় একই রকম। অনিচ্ছা সত্ত্বেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় জোট দুটি।

এদিকে কাগজে কলমে আলাদা জোট হলেও দুই জোটই মূলত বিএনপি নেতৃত্বে। যদিও কয়েকদিন ধরে সাবেক বিএনপি নেতা ও এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ নেতৃত্ব দিচ্ছেন ২০ দলে। বিএনপি থেকে আগে থেকে সমন্বয় করছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরপক্ষে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হলেও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে ২০ দলীয় জোটে জামায়াত থাকায় কোনোভাবেই তাদের সঙ্গে জোট বা সমন্বয় করবে না ড. কামালসহ অন্যরা বলে গেলেও আদতে তা কাগুজে কথা। অন্তরালে বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের মধ্যকার বৈঠক এবং সমন্বয় হয়েছে। আগামী নির্বাচন করবে একসাথে।

আর সে নির্বাচনে প্রতীক হবে অভিন্ন- ধানের শীষ। ঐক্যফ্রন্টের ওই সদস্য বলেন, ২০ দলের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। তাদের মধ্যকার সমন্বয় কিভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। পরশুদিন আবারও বসা হবে। তবে এটা সত্য যে, ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট কমন প্রতীকে নির্বাচন করবে। সেটি কি ধানের শীষ; এমন প্রশ্নে তিনি বলেন, তাহলে আর কী? জনপ্রিয় প্রতীক তো একটাই।

তাছাড়া জামায়াতের নমিনেশনও ধানের শীষে হবে। এগুলো ভাগ হয়ে গেছে ইতোমধ্যে। জানা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়েই জামায়াত নির্বাচনে অংশ গ্রহণ করবে। জামায়াত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, জামায়াত ১৬টি আসনে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে