বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯, ০২:০৩:৩৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান কেজি স্কুলে ভর্তি করা যাবে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান কেজি স্কুলে ভর্তি করা যাবে না

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে ভর্তি হতে পারবে না। এ বিষয়ে দ্রুত নির্দেশনা জারি করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকদের হালালভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এই প্রতিমন্ত্রী।

মঙ্গলবার ঢাকা জেলার সাভার, দোহার, ধামরাই ও নবাবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনে একটি করে নতুন ইংরেজি শব্দ শেখানো হচ্ছে। সে হিসেবে বছরে প্রতি ক্লাসে ২২৫টি নতুন শব্দ শিখতে পারছে। এটি মনিটরিংয়ে সারা দেশে মাঠপর্যায় ৬৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ক্লাসে পাঠদানের জন্য আমরা একটি ‘ইউনিক লেসন প্লান’ তৈরি করে দেব। এর মাধ্যমে নানারকম দুর্নীতি দূর করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে আনতে চাই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা নতুন একটি জাতি গঠনে ডিজিটালাইজ করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। যার প্রতিফলন হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। ছোটখাটো যেসব সমস্যা আছে তা নিরসন করা হবে। নতুন করে ৫০ হাজার ভবন নির্মাণ হবে। আধুনিক পদ্ধতি চালু করাই আমাদের টার্গেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে