বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ০২:৩৩:২৭

দুর্নীতি হলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতি হলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: প্রশাসনে দুর্নীতি হলেই সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদের মতোই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।  

দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বেতন-ভাতা এবং সুযোগ সুবিধা এতো বাড়িয়েছি, সে ক্ষেত্রে আমি মনে করি, দুর্নীতির কোনো প্রয়োজনই নেই। যা প্রয়োজন তার সব তো আমরা মেটাচ্ছি তাহলে দুর্নীতি কেন করতে হবে?

সততা এবং আন্তরিকতার সঙ্গে জনসেবা করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপরিচালনার হার্ট হচ্ছে জনপ্রশাসন। আপনাদের সেভাবেই কাজ করতে হবে, আন্তরিকতা সঙ্গে কাজ করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে