শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৪:০৯:৩৩

পরিচিত কাউকেই চিনতেও পারছেন না এরশাদ

পরিচিত কাউকেই চিনতেও পারছেন না এরশাদ

নিউজ ডেস্ক: বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিছানায়ই এরশাদের সময় কাটছে। তাছাড়া জানা গেছে, পরিচিত কাউকে চিনতেও পারছেন না জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।

এ ব্যাপারে দলীয় সূত্র থেকে জানা যায়, প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে অসুস্থ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গত কয়েকদিন ধরে নড়াচড়াও করতে পারছেন না তিনি। এমন কি নেতাকর্মীদের নাম মনে করতে কিংবা বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও নবগঠিত একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ। তাছাড়া পরিচিত কাউকে চিনতেও পারছেন না জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।

এদিকে এরশাদের ছোট ভাই ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদ সাহেবের শরীর দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। হাঁটাচলা তো করতেই পারছেন না, এমনকি বিছানায় নড়াচড়া করতেও তার কষ্ট হচ্ছে। চিকিৎসকরা খাবারের পরিমাণ বাড়াতে পরামর্শ দিয়েছেন। কিন্তু তিনি ঠিকমতো খেতেও পারছেন না।’

এ সময় জিএম কাদের আরও বলেন, ‘আগামীকাল রবিবার বেলা ১২টা ২০ মিনিটের একটি ফ্লাইটে এইচএম এরশাদকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। সেখানে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।’ জানা গেছে, এরশাদের সঙ্গে তার এক ছোট ভাই, ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও একজন ব্যক্তিগত স্টাফ সিঙ্গাপুর যাবেন।

এদিকে সিএমএইচে এরশাদকে দেখতে যাওয়া জাপার একাধিক নেতা জানান, ‘এরশাদ বর্তমানে একা-একা বাথরুমেও যেতে পারছেন না। ওষুধ খাওয়ার জন্য পানির গ্লাসও নিজ হাতে ধরতে পারছেন না। কথাবার্তাও খুব কম বলছেন। এমনকি দলের ও ব্যক্তিগত বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করার জন্য কলম ধরতেও তার কষ্ট হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে