শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৫:১৫:০০

আগামী সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ, কোথা থেকে কেমন দেখতে পাবেন

আগামী  সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ, কোথা থেকে কেমন দেখতে পাবেন

নিউজ ডেস্ক: আগামী ২১ জানুয়ারি সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। সোমবার ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিট বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।
বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ বিস্তারিত বিবরণ দেয়া রয়েছে।
সূত্র : বাসস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে