রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৩৭:৫৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন না আলোচিত যে প্রার্থীরা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন না আলোচিত যে প্রার্থীরা

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে ৪১ জনের মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। বাকি দুই আসনে কারা হচ্ছেন সংরক্ষিত নারী সাংসদ?
আওয়ামী লীগের ৪১ জনের চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, মনোনয়নের আগে যারা সবচেয়ে বেশি আলোচনায় ছিল তাদের অনেকেই মনোনয়ন পাননি।

দশম জাতীয় সংসদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা তারানা হালিম নেই চূড়ান্ত তালিকায়। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে ব্যাপক আলোচনায় উঠে আসা শমী কায়সার কিংবা রোকেয়া প্রাচীও মনোনয়ন পাননি।

এছাড়াও মনোনয়ন পাননি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

বিনোদন জগতের মৌসুমী, অপু বিশ্বাসসহ অনেকেই মনোনয়নপত্র তুললেও তাদের কেউই আলোর মুখ দেখেনি।
বাকি দুই আসনে আলোচিতদের মধ্য থেকেই কি কাউকে মনোনয়ন দেয়া হবে নাকি মন্ত্রিসভার মতো এখানেও চমক হয়ে উঠে আরও নতুন সেটাই দেখার বিষয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে