সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০৫:৩৯

গ্রামীণ ফোনের সব নিয়ন্ত্রণ বিটিআরসির হাতে

গ্রামীণ ফোনের সব নিয়ন্ত্রণ বিটিআরসির হাতে

নিউজ ডেস্ক: দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনকে অবশেষে সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার (এসএমপি) ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

রোববার (১০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এই সিদ্ধান্তের ফলে এখন থেকে গ্রামীণফোন কী করতে পারবে, আর কী করতে পারবে না, তার সবই নির্ধারণের ক্ষমতা এখন বিটিআরসির হাতে এলো।

বিটিআরসি বলছে, টেলিযোগাযোগের বাজারে শৃঙ্খলা ও প্রতিযোগিতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে