শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:২৭:৫৮

সন্তানকে জড়িয়ে ধরেই পুড়ে মরলেন মা, কাঁদলেন দমকল কর্মকর্তাও

সন্তানকে জড়িয়ে ধরেই পুড়ে মরলেন মা, কাঁদলেন দমকল কর্মকর্তাও

ঢাকা: চকবাজারের রাজমহল হোটেলের ওপর তলায় থাকত ফাতেমাদের পরিবার। ছোট্ট ফাতেমা আগুন লাগার পরেও তার মায়ের কোলে ছিল। তার মা আগুনের ঘটনা জানতে পেরে দ্রুত নিচে নেমে আসেন। তবে নিচে নেমেও শেষরক্ষা হয়নি। কেননা তিনি কোনোভাবেই বের হতে পারছিলেন না।  সন্তানকে জড়িয়ে ধরে তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

এসব ঘটনার বয়ান শোনাতে শোনাতে কান্নায় ভেঙে পড়েন ফায়ার সার্ভিসকর্মী সবুজ খান। সবুজ এসময় একটি আক্ষেপেই করছিলেন, 'আজকে যদি সবকিছুর বিনিময়ে মা আর শিশুকে বাঁচাতে পারতাম...'

চুড়িহাট্টা মসজিদের বাম গলিতে থাকতেন নাবিল। তিনি বাসায় ফিরছিলেন তরকারি কিনে। এরপরই বিকট শব্দ শুনতে পারেন তিনি। তিনি বলেন, এমন শব্দ হচ্ছিল যেন কেয়ামত নেমে এসেছে। 

উল্লেখ্য চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে