শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫৬:১৯

স্বামীর কোনো বিপদ হয়েছে বুঝেছিলেন স্ত্রী

স্বামীর কোনো বিপদ হয়েছে বুঝেছিলেন স্ত্রী

নিউজ ডেস্ক : পুরানো ঢাকা চকবাজারে বুধবার রাতে ভয়াবহ আগুন লাগার খবরে ওই সেখানে কর্মরত স্বামীকে বারবার মোবাইল ফোনে কল করছিলেন শিরিনা বেগম। কিন্তু ফোন রিসিভ করেননি কেউ।

পরদিন বৃহস্পতিবার বিকালে ঢামেক থেকে ফোন করে জানানো হয় তার স্বামী শাহাদাত হোসেন আর নেই। নিহত শাহাদাতের স্ত্রী শিরিনা জানান, অগ্নিকাণ্ডের পর তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে তিনি বুঝতে পেরেছেন তার স্বামীর কোনো বিপদ হয়েছে।

বারবার মোবাইল ফোনে চেষ্টা করার পর সবশেষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ফোনটি ঢাকা মেডিকেল কলেজ থেকে রিসিভ করে বলা হয় শাহাদাতের লাশ হাসপাতালে আছে।

তখন তার মামা মিজানুর রহমান ঢাকা মেডিকেলে গিয়ে লাশ শনাক্ত করে বৃহস্পতিবার রাতে শাহাদাতের গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসেন।

সর্বশেষ তিনি একটি বেকারির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।দুই সন্তানের জনক শাহাদাত স্ত্রীসহ ইসলামপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ওই এলাকার একটি বেকারিতে কাজ শেষে তিনি তার বাসায় ফেরার পথে অগ্নিদগ্ধ হন।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দর্পনারায়নপুর (সরকার বাড়ির) মোসলেম উদ্দিন সরকারের ছেলে শাহাদাত হোসেন সরকার (৩৫) ছোট বেলা থেকে চকবাজারের বিভিন্ন বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তার গ্রামের বাড়ির আঙিনায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে