বুধবার, ১৩ মার্চ, ২০১৯, ০৪:২০:১৩

শপথ নেওয়া নিয়ে দুই রকম কথা বললেন ভিপি নুরু

শপথ নেওয়া নিয়ে দুই রকম কথা বললেন ভিপি নুরু

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরু শপথ নেওয়া নিয়ে দুই রকম কথা বললেন। একবার বলছেন, শিক্ষার্থীরা চাইলে শপথ নেব। আবার বলছেন, পুনর্নির্বাচন দিতে হবে।

বুধবার দুপুরের পরে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার ওপর শপথের সিদ্ধান্ত নির্ভর করছে জানিয়ে নুরু বলেন, “শিক্ষার্থীরা চাইলেই শপথ নেব, না চাইলে নেব না। বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ার মেসেজ পাওয়ার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানো ছকে নির্বাচনে এগিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “তারা আমাকে এবং (সমাজসেবা সম্পাদক) আখতারকে নীলনকশার করেও হারাতে পারেনি।”

নবনির্বাচিত ভিপি বলেন, “প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সব পদেই পুনর্নির্বাচন দিতে হবে। নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সকল দাবির প্রতি আমার সমর্থন আছে।”

এসময় নুরু অভিযোগ করেন, “নির্বাচনের দিন রোকেয়া হলে লেডি মাস্তান বাহিনী শোভন ভাইয়ের (ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন) নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়েছে।”

এর আগে পুনর্নির্বাচন চেয়ে স্মারকলিপি দিতে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। উপাচার্যের কার্যালয়ের সামনে পাঁচটি প্যানেলের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নবনির্বাচিত ভিপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে