সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ০৮:৫৭:১৭

উপাচার্যের অপেক্ষায় পাঁচ ঘণ্টা, শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা

উপাচার্যের অপেক্ষায় পাঁচ ঘণ্টা, শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা

নিউজ ডেস্ক : ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে উপাচার্যের পদত্যাগ, ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

সোমবার দুপুর ১২টায় শুরু হওয়া ওই কর্মসূচি শেষ হয় বিকেল পাঁচটায়। পাঁচ ঘণ্টার অপেক্ষা শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, উপাচার্যের সাক্ষাৎ না পাওয়ায় দাবি আদায়ে আন্দোলন করা পাঁচ প্যানেলের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে আবার নতুন কর্মসূচি দেওয়া হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে সহকারী প্রক্টর আবদুর রহীম আন্দোলনকারীদের বলেন, ‘উপাচার্য স্যার অসুস্থ। তার গলায় ব্যথা। কথা বলতে পারছেন না। এ জন্য তার পক্ষে দেখা করা সম্ভব নয়।’

বিকেল পাঁচটায় কর্মসূচি শেষ হওয়ার সময় আন্দোলনকারীদের পক্ষে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দাবির বিষয়ে উপাচার্যের স্পষ্ট বক্তব্য শুনতে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করেছি। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। এটি অত্যন্ত হতাশাজনক। প্রশাসনের নৈতিক অবস্থা দুর্বল হওয়ার কারণেই ভিসি স্যার দেখা করতে আসেননি।’

রাশেদ খান বলেন, ‘মেয়েদের হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারি নেই। তার পরও দুটি হল থেকে ব্যালট পেপার উদ্ধার হয়েছে। তাহলে ছেলেদের হলে ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় কী পরিমাণ কারচুপি হয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না।’

স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তী খান বলেন, ‘আমাদের সঙ্গে কথা বলতে প্রশাসনের এত ভয় কিসের। ভিসি স্যার আমাদের অভিভাবক। তিনি মতবিনিময় করার প্রয়োজনই বোধ করলেন না। এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই।’ পরবর্তী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘আলোচনা শেষে জানানো হবে।’

তবে গত রোববার সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেও অসুস্থতার কারণে কর্মসূচিতে উপস্থিত ছিলেন না প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী ও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে