সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ০৯:১৯:৪১

এ কোন বাংলাদেশকে দেখছি, এতো অল্প সময়ে এতো পরিবর্তন : রিভা গাঙ্গুলী

এ কোন বাংলাদেশকে দেখছি, এতো অল্প সময়ে এতো পরিবর্তন : রিভা গাঙ্গুলী

নিউজ ডেস্ক : ১৯৯৮ সালের পর আমি চার বছর এ দেশে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দায়িত্ব শেষে তখন যে বাংলাদেশকে দেখে গেছি, আজ সে অবস্থান থেকে অনেক উচ্চতায় বাংলাদেশ। এ কোন বাংলাদেশকে দেখছি। এতো অল্প সময়ে এতো পরিবর্তন, এতো উন্নয়ন সত্যিই অবাক করার মতো বলে মন্তব্য করেছেন ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিভা গাংগুলী দাস।

সোমবার সচিবায়লয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কার্যালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই অনুভূতির কথা জানান রিভা গাংগুলী দাস। তিনি বলেন, ‘এতো অল্প সময়ে কীভাবে এ উন্নয়ন সম্ভব? বাংলাদেশের উন্নয়ন সত্যিই চোখে পড়ার মতো।’

ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিভা গাংগুলী দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।বাংলাদেশের পণ্য ভারতের বাজারে বিক্রয় হচ্ছে। অনেক পণ্যের বেশ চাহিদা রয়েছে ভারতে। তবে বাণিজ্য ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেসব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি জানান।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ভারতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পোশাক রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক ভারতের বাজারে বিক্রয় করলে বাংলাদেশ লাভবান হবে। ভারতও চায় বাংলাদেশের তৈরি পণ্য সেদেশে রফতানি হোক। বাংলাদেশ সেই প্রচেষ্টা অব্যাহত রাখায় উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ ভারতে ৮৭৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৮,৬১৯ দশমিক ৪০ মিলিয়ন ডলারের পণ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে