মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ০১:৪৭:১৯

বঙ্গবন্ধুর কথা অমান্যকারীদের একঘরে করা দরকার : ড. কামাল

বঙ্গবন্ধুর কথা অমান্যকারীদের একঘরে করা দরকার : ড. কামাল

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রশ্ন রেখেছেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যারা হতে দিচ্ছে না, বঙ্গবন্ধুর প্রতি তাদের আনুগত্য আছে কি না? বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন তিনি।

সোমবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, তা চিহ্নিত করেন। দেখেন কারা এটা হতে দিচ্ছে না। যারা হতে দিচ্ছে না, আমরা ধরে নেব বঙ্গবন্ধুর প্রতি তাদের আনুগত্য আছে? না উল্টোটা? যারা ওনার কথাকে অমান্য করাচ্ছে তাদের চিহ্নিত করে সবাই মিলে একঘরে করা দরকার। এরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ায় বাধা সৃষ্টি করছে। রুখে দাঁড়াও।’

বঙ্গবন্ধুকে প্রেরণার উৎস উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার জন্য প্রত্যেককে শপথ নিতে হবে। শুধু কথার মাধ্যমে নয়, বঙ্গবন্ধু যে দায়িত্ব দিয়ে গেছেন, সে দায়িত্ব পালন করার জন্য নিজেদের উৎসর্গ করার মাধ্যমে।’

এ সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণফোরাম থেকে সিলেট-২ আসনে নির্বাচিত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মোকব্বির খান গণফোরামের নেতা রেজা কিবরিয়া, আবু সাইদ, মেজর জেনারেল (অব.) আমসা আমিন প্রমুখ। আইনজীবী মহসিন রশিদ এই আলোচনা সভাতেই গণফোরামে যোগ দেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে