বুধবার, ২০ মার্চ, ২০১৯, ০৮:৩৭:১১

হয়ত জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য : এরশাদ

হয়ত জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য : এরশাদ

নিউজ ডেস্ক : এদেশে আমার মত অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয়বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়ত জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।

বুধবার দুপুরে গুলশানের একটি কনভেনশন সেন্টরে দলের নেতাকর্মীদের নিয়ে ৯০ তম জন্মদিন পালন করতে গিয়ে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ অনুষ্ঠানে এরশাদ ছাড়াও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

এরশাদ বলেন, শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি টিকে রয়েছে। দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে সে জাতিকে কেউ ধ্বংস করতে পারেনা। আমাদেরকেও শেষ করতে পারবেনা। তোমরা দলকে আরো শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে। 

রওশন এরশাদ তার বক্তব্যে এরশাদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলে কর্মীরা সিএমএইচে এরশাদের ভূল চিকিৎসার জন্য বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকেন। এসময় কিছু সময়ের জন্য অনুষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়। 

শ্লোগানের একপর্যায়ে রওশন বলেন, এ বিষয়ে তারা আমাদের বিরদ্ধে ক্ষুদ্ধ হয়েছেন। সিএমএইচে ভূল চিকিৎসা হতে পারেনা। কর্মীরা প্রতিত্তরে বলেন, পার্টির মহাসচিব এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। রওশন বলেন, সেনাবাহিনী নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা যাবেনা। এতে পরিনিতি ভালো হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আব্দুল মান্নান, শেখ সিরাজুল ইসলাম, সাংসদ মাসুদা এম রশিদ চৌধুরী, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, সংগীত শিল্পী সাফিন আহমেদ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে