রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ১০:০৭:১২

পহেলা বৈশাখের দিনও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

পহেলা বৈশাখের দিনও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : কওমি মাদ্রাসার প্রতীকী ছবিপহেলা বৈশাখ, বঙ্গাব্দের প্রথম দিন। বাংলা বর্ষবরণের এ দিন সারাদেশে থাকে উৎসবের আমেজ। এ দিন অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকে। তবে এবার পহেলা বৈশাখের দিনেও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) অধীনের বার্ষিক পরীক্ষা এই দিন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, হিজরি বর্ষপঞ্জি হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বেফাক। বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভার সুপারিশ ও মজলিশে আমেলার সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ২ শাবান (১৪৪০ হিজরি) অনুসারে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়। সে সময় নির্ধারিত পরীক্ষার রুটিনে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনেও পরীক্ষার তারিখ ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে