রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ১০:২৭:৪৪

‘সব ধরনের অপকর্ম বন্ধ করতে প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় বিধান'

‘সব ধরনের অপকর্ম বন্ধ করতে প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় বিধান'

নিউজ ডেস্ক : খুন-ধর্ষণ বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, ‘সব ধরনের অপকর্ম বন্ধ করতে প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় বিধান খেলাফতের আদলে শাসন ব্যবস্থা কায়েম করা।’

শুক্রবার সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন মাওলানা মাহফুজুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘সমাজে দিন দিন খুন-ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলছে। এসব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এতে একশ্রেণির লোক নির্দ্বিধায় তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে নুসরাত জাহান নামের এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়, যা জাহেলি যুগকেও হার মানায়। অথচ ছাত্রীটি অনেক আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে থানায় জিডি করেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে