রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ০১:১৬:০৩

মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যারা বলে তারা ধার্মিক নয় ধর্ম ব্যবসায়ী: অধ্যাপক নিসার হোসেন

মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যারা বলে তারা ধার্মিক নয় ধর্ম ব্যবসায়ী: অধ্যাপক নিসার হোসেন

মঈন মোশাররফ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন এবং পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন রোববার ডয়চে ভেলেকে বলেছেন, মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে তারা যত বলে আমাদের তত আগ্রহ বেড়ে যায়। আমাদের কাছে মনে হয়, আমরা ভালো কিছু একটা করছি। কারণ তারা ধর্মনিরপেক্ষ, মানবিক এবং বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, তারাতো ধার্মিক নয়, ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে রাজনীতি করে। উদার ও মানবিক সংস্কৃতির যত বিকাশ হবে, তারা ততই হারিয়ে যাবে। তাই তারা পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা- এগুলোর বিরুদ্ধে কথা বলে। তবে আমরা এগুলোকে গুরুত্ব দেই না।

তিনি আরো বলেন, আমাদের কাছে পুলিশের একটি সাধারণ নির্দেশনা আছে। আমরা সেটা মেনেই নববর্ষের আয়োজন করি। কিন্তু সিলেটের পুলিশ আলাদাভাবে যে নির্দেশনা দিয়েছে, সেটাকে কোনো পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন বলেই মনে হয়েছে। এটা সরকারকে সমালোচনার মুখে ফেলবে। আর সিলেটের মানুষ চাইলে এর প্রতিবাদ করতে পারেন। আইনগত ব্যবস্থাও নিতে পারেন পুলিশের এই আদেশের বিরুদ্ধে।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে