রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:২০:৫১

আজ বিকেলে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়-বৃষ্টি!

আজ বিকেলে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়-বৃষ্টি!

নিউজ ডেস্ক :  কিছুদিন ধরে রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টিসহ বজ্র-বৃষ্টি হচ্ছে। আজ ১৪ এপ্রিল রবিবার বাংলা নববর্ষের ১৪২৬ সালের প্রথম দিন। বৈশাখের প্রথম প্রভাতে মেঘের আনাগোনা ছিল আকাশ জুড়ে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মেঘকে সরিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বৈশাখের প্রথম দিন (১লা বৈশাখ) বিকেলের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি। আরও বলা হয়েছে, পুরো সপ্তাহ জুড়ে এমন ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আপাতত বড় ধরনের ঝড়-বৃষ্টির আশঙ্কা নেই।

এ ব্যাপারে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘নববর্ষের দিন দেশের বেশিরভাগ জায়গায় প্রধানত শুষ্ক থাকতে পারে।’

‘কিন্তু দুপুরের পর অনেক জায়গায় বিশেষ করে দেশের পশ্চিম অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে