রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ১০:২৯:১৫

শম্পার যে কথা শুনে পরীক্ষার হল থেকে দৌড়ে ছাদে গিয়ে ছিলো নুসরাত

শম্পার যে কথা শুনে পরীক্ষার হল থেকে দৌড়ে ছাদে গিয়ে ছিলো নুসরাত

নিউজ ডেস্ক : নুসরাতকে হত্যার পরিকল্পনা কতো দীর্ঘ ছিলো, তা সময়ের সাথে সাথে প্রকাশ হচ্ছে। ভেতরে কতটা আঘাত লাগলে পরীক্ষার হল থেকে একজন দৌড়ে ছাদে যেতে পারে, তা আগে থেকেই ঠিক করে রেখেছিল হত্যাকারীরা। এই হত্যার জন্য পোষাকে যেমন পরিবর্তন আনা হয়েছিল তেমনি পাল্টানো হয়েছিল নাম। আর ছদ্মনাম নাম নিয়ে অধ্যক্ষের ভাইরার মেয়ে পপি হয়ে গিয়ে ছিলো শম্পা। যার এক কথা শোনে পরীক্ষার হল থেকে দৌড়ে ছাদে গিয়ে ছিলো নুসরাত।

শুক্রবার রাতে ফেনীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে উম্মে সুলতানা পপি। সে শম্পা ছদ্মনামে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিল।

পপি ওই দিন বোরখা, কালো নেকাব ও কালো চশমা পরিহিত ছিল। সে পরীক্ষার হলে গিয়ে নুসরাতকে বলেছিল, ‘আমি শম্পা—ছাদে তোমার বান্ধবী নিশাতকে কারা যেন মারধর করছে। তুমি দ্রুত চলো।’ এ কথা শুনে নুসরাত দ্রুত দৌড়ে শেল্টার হাউসের ছাদে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল শাহাদাত হোসেন শামীম, জোবায়ের হোসেন শাখাওয়াত, জাবেদ হোসেন ও মণি। এখানে মণি ও পপি নুসরাতের হাত-পা তার ওড়না দিয়ে বেঁধে ফেলে। এতে বাকিরা সহযোগিতা করে। পরে তার গায়ে কেরাসিন দেয় শামীম আর আগুন দেয় জাবেদ। ঘটনার পর হট্টগোলের মধ্যে পপি ও মণি আবার নিচে নেমে পরীক্ষায় অংশ নেয়।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে পপিকে আদালতে নেয়া হয়। তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক শরাফ উদ্দিন আহমেদ। রাত ৯টায় জবানবন্দি গ্রহণ শেষ হয়। এর আগে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে পপি জানায়, অধ্যক্ষ সিরাজের নির্দেশে সে নুসরাত হত্যা পরিকল্পনায় অংশ নেয়।

মামলার আরেক আসামি ও কিলিং মিশনে সরাসরি জড়িত জাবেদ হোসেনকেও সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আনা হয়। কিন্তু আদালতে আসার পর সে বয়ান দিতে অস্বীকৃতি জানায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক শরাফ উদ্দিন তিন দিন মঞ্জুর করেন।

এছাড়া একইদিন বিকেল ৫টার দিকে পৌর সদরের তাকিয়া রোডের বাসা থেকে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটক করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে