রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ১১:০১:৪৯

শ্রীলংকার মুসলিম ভাইদের বলবো, আপনারা হতাহতের পাশে দাঁড়ান: আল্লামা শফী

শ্রীলংকার মুসলিম ভাইদের বলবো, আপনারা হতাহতের পাশে দাঁড়ান: আল্লামা শফী

নিউজ ডেস্ক : ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

রোববার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার যে ঘটনা ঘটেছে তা কোনো মানুষ মেনে নিতে পারে না। প্রার্থনারত অবস্থায় এমন হামলা কাপুরুচিত।

আল্লামা শফী আরো বলেন, ইসলাম ধর্ম ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনাগৃহে হামলা ও আক্রমণ সমর্থন করে না। আমি শ্রীলংকার মুসলিম ভাইদের বলবো, আপনারা হতাহতের পাশে দাঁড়ান। আমি বোমা হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে