মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫:০৫

সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে, ভোট দেওয়ার প্রবণতা কমে: ইসি সচিব

সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে, ভোট দেওয়ার প্রবণতা কমে: ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন না হলে গণতন্ত্র মজবুত রাখা যাবে না, অব্যাহত রাখা যাবে না। সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে, ভোট দেওয়ার প্রবণতা কমে যায়। কারণ সরকার পরিবর্তনের আর তখন প্রয়োজন পড়ে না। 
 
মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার থেকে তিন সপ্তাহব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-ইর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে