বুধবার, ১৫ মে, ২০১৯, ০৮:০০:৪৬

মমতাময়ী মায়ের কাছে ঋণের বোঝা আরও বেড়ে গেল: ওবায়দুল কাদের

মমতাময়ী মায়ের কাছে ঋণের বোঝা আরও বেড়ে গেল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি ৮৫ ফ্লাইটে দেশে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) মমতাময়ী মা। মমতাময়ী মায়ের কাছে আমার ঋণের বোঝা আরও বেড়ে গেল। মা তার সন্তানের জন্য যা করেন, তিনি আমার জন্য তাই করেছেন। তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা কুরআন শরীফ পড়ে আমার জন্য দোয়া করেছেন। আমার দলে সবাই আমার জন্য দোয়া করেছেন।

এর আগে বুধবার (১৫ মে) মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, দুপুর ২টায় সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি। 

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ মার্চ ভোরে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি হন। এরপর গত ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে