রবিবার, ১৯ মে, ২০১৯, ১২:১৮:০৯

ছাত্রলীগে একটা সিন্ডিকেট রয়েছে, তারাই এসব চক্রান্ত করছে: গোলাম রাব্বানী

ছাত্রলীগে একটা সিন্ডিকেট রয়েছে, তারাই এসব চক্রান্ত করছে: গোলাম রাব্বানী

নিউজ ডেস্ক:  ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সৃষ্ট জটিলতায় সংগঠনটিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আস্থাহীনতা, পরস্পরের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ক্রমশই বাড়ছে। চলমান সংকট নিয়ে কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা দুষছেন বর্তমান নেতৃত্বকে। তাদের বক্তব্য- ছাত্রলীগের এই বর্তমান পরিস্থিতির জন্য সংগঠনটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের উদাসীনতাই দায়ী।

এদিকে বর্তমান নেতারা বলছেন সিন্ডিকেটের কথা। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাষ্য- ছাত্রলীগে দীর্ঘদিনের একটা সিন্ডিকেট রয়েছে, তারাই নানাভাবে সংগঠনকে বিতর্কিত করার জন্য এসব চক্রান্ত করছে। 

অন্যদিকে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দু'দফায় নতুন কমিটিতে পদপ্রাপ্ত নেতা ও তাদের অনুসারীদের হামলার শিকারও হয়েছেন পদবঞ্চিতরা। এর পরও বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে