বুধবার, ২২ মে, ২০১৯, ০৩:০০:৪৩

ছাত্রলীগকে ধান কাটার নির্দেশ

ছাত্রলীগকে ধান কাটার নির্দেশ

নিউজ ডেস্ক: সারা দেশজুড়ে ধান কাটা ও শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেড়ে গেছে। মজুরস্বল্পতার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। 

এ অবস্থায় সরকারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বুধবার (২২ মে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। এতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্নক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভনকে বেশ কয়েকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বাংলাদেশ ছাত্রলীগের কৃষিশিক্ষাবিষয়ক উপসম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল  বলেন, জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এটি বাস্তবায়নের মাধ্যমে আমরা কৃষকদের পাশে থেকে সরকারকে সহযোগিতা করতে পারব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে