রবিবার, ২৬ মে, ২০১৯, ১২:০৫:৩৯

মুক্তিযুদ্ধে সুবেদার মেজর স্বামী ও ৬ সন্তান শহীদ, সেই মেহেরজান এখন ভিক্ষুক

 মুক্তিযুদ্ধে সুবেদার মেজর স্বামী ও ৬ সন্তান শহীদ, সেই মেহেরজান এখন ভিক্ষুক

নাঈম পারভেজ অপু, ফেসবুক স্ট্যাটাস :  মুক্তিযুদ্ধে সুবেদার মেজর স্বামী ও ৬ শহীদ সন্তানের জননী মেহেরজান বিবি, এখন ভিক্ষা করে বেঁচে আছেন। সব হারিয়ে তার ঠাঁই হয়েছে ফেনী সদর উপজেলার ধর্মপুর আবাসন ও আশ্রয়ন প্রকল্পের ৩ নং ব্যারাকের ১১ নং কক্ষে। বয়সের ভারে ন্যুজ্ব ৮৮ বছর বয়স্কা অসহায় মেহেরজান বিবি প্রতিদিন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেন। তাঁর দুঃখে ভারাক্রান্ত জীবন কাহিনী বলতে বলতে অঝোরে চোখ বেয়ে নেমে আসে বেদনার অশ্রু।

নিজে কাঁদেন এবং অন্যকেও কাঁদান। এই বয়সে দুই বগলে ক্রেচে ভর দিয়ে গ্রামের দারে দারে দু’মুঠো ভিক্ষার জন্য ঘুরে বেড়ান মেহেরজান। চরম অসহায়ত্বের মাঝে দিন কাটছে তাঁর। সহায় সম্বলহীন মেহেরজারেন আকুতি এখন একটু বেঁচে থাকার। ইতি পূর্বে মেহেরজান বিবি সম্পর্কে পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, তবে কোন কাজ হয়নি। আমরা কি সত্যি পেরেছি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা, মুক্তিযোদ্ধা আর শহীদদের সম্মান দিতে?
সূত্র: আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে