শুক্রবার, ১৪ জুন, ২০১৯, ০৯:২৫:১৮

কর্মসংস্থান আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

কর্মসংস্থান আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: তিন কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধান কাটার জন্য লোক পাওয়া যাচ্ছে না কেন? যদি এতো বেশি বেকার থাকে। তাহলে তো যে ধান কাটলে দিনে চারশ, পাঁচশ টাকা পাবে, সঙ্গে আবার তিনবেলা খাবার। দুইবেলা খেতে পারবে, একবেলা বাড়ি নিয়ে যেতে পারবে। সে লোক কেন পাওয়া যাচ্ছে না এটা কি একবার বিবেচনা করেছেন?’

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থানের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে চান একজন সাংবাদিক। এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কর্মসংস্থানের কথা বললেই সব হয়ে যায় চাকরি দেয়া। ১৬ কোটি মানুষকে কি চাকরি দেওয়া যায়? কোনো দেশ দেয়? কোনো মানুষ কি একটা চাকরি নিয়েই বসে থাকে সারা জীবন? মানুষ যেন কাজ করে খেতে পারে, সে সুযোগটা সৃষ্টি করা।’

তিনি বলেন, ‘কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেওয়ার কথা বলিনি। ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছি। শিক্ষার কথা বলেছি, প্রযুক্তির শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং। আমরা চাই, ট্রেনিং নিয়ে শিক্ষিত হোক এবং নিজের কাজ নিজে করার সুযোগ পায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১০০টি অঞ্চল তৈরি করছি বা প্রতিনিয়িত প্রজেক্টগুলো করছি। একটা প্রজেক্ট সম্পন্ন হলে কতো মানুষের কাজ হবে, চাকরি হবে। তারা নিজেরা সেখানে কাজ করতে পারবেন, চাকরি হবে। কাজেই আপনার ওই অঙ্ক তো ভুল। সরকারি চাকরির হিসাব করলে তো কর্মসংস্থান হলো না। আপনাকে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যেন নিজের কাজ নিজে করতে পারেন, পাশাপাশি অন্যের কাজেরও ব্যবস্থা হবে। সেটাই আমরা বলতে চাইছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে