শনিবার, ১৫ জুন, ২০১৯, ০৩:২৭:০৪

বাজেটের ব্যাপকতা বিএনপির পক্ষে বোঝা সম্ভব নয়: ওবায়দুল কাদের

বাজেটের ব্যাপকতা বিএনপির পক্ষে বোঝা সম্ভব নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: বাজেটের ব্যাপকতা বিএনপির পক্ষে বোঝা সম্ভব নয়, তাই তারা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকা বাজেট প্রণয়ন করতে পেরেছিল। তাদের পক্ষে জনগণের কল্যাণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া এত বিশাল বাজেটের ব্যাপকতা অনুধাবন করা সম্ভব নয়। এটাই স্বাভাবিক।’

বাজেটের কোথাও কোনো নেতিবাচক ও হতাশার কিছু নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবারের বাজেট জনগণের প্রত্যাশা পূরণের অনন্য সাধারণ দলিল। বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য শেখ হাসিনার প্রতি বিদ্বেষমূলক আচরণের বহিঃপ্রকাশ।’ বাজেট বাস্তবায়ন সবসময় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগে নতুন উদ্যমে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে