সোমবার, ১৭ জুন, ২০১৯, ১২:১৬:৪০

সেতুর ওপর চেয়ারম্যানের কার্যালয়, এলাকাবাসীর ক্ষোভ

সেতুর ওপর চেয়ারম্যানের কার্যালয়, এলাকাবাসীর ক্ষোভ

নিউজ ডেস্ক: সেতু দখল করে তার ওপর কার্যালয় বানিয়েছেন মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, এভাবে সেতু দখল করে কার্যালয় বানানোর কারণে দেখতে খারাপ লাগে।

প্রতিবেদনে জানা যায়, ঢাকা-খুলনা রোডের গোপালগঞ্জের কাশিয়ানী থানার শিবগাতি নামক স্থানে রাস্তা তৈরির আগেই সেতুটি বানানো হয়েছিল। পরে মহাসড়ক বাঁকা হওয়ায় পাশে নতুন আরেকটি সেতু তৈরি করা হয়। ফলে ওই সেতুটি হয়ে যায় পরিত্যক্ত। এরপরই সেতুটি চলে যায় অবৈধ দখলে। এর আগে অনেকেই দখল করেছে এই সেতু। বানানো হয়েছে দোকান, বাড়ি। এক সময় উচ্ছেদও হয়। সবশেষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সান্ধ্যকালীন তার কার্যালয় বানান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিককে বলেন, ১৯৯৬ সালে সেতুটি বানানো হয়। কিন্তু মহাসড়কটি বাঁকা হওয়ায় পরে আরেকটি সেতু তৈরি করা হয়। সেই সেতুর সঙ্গে এই সড়কের সংযোগ হয়। এতে আগের সেতুটি পরিত্যক্ত হয়ে যায়। তিনি আরও বলেন, শনিবারই তার সঙ্গে চেয়ারম্যানের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, দুই তিন দিনের মধ্যেই তার কার্যালয় সরিয়ে নেবেন।-ইত্তেফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে